তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় আহত হলো দুজন। ঘটনাটি ঘটেছে পানাগর গ্রাম সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের ওপর আসানসোল গামী রাস্তায়।স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার ভোর বেলায় একটি প্লাস্টিক বোঝাই লরি কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে দু নম্বর জাতীয় সড়কের ওপর কাঁকসার পানাগর গ্রামের পাঠানপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার ওপর উল্টে যায়।
দুর্ঘটনায় চালক এবং খালাসী অল্পবিস্তর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহত চালক এবং খালাসী কে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার জেরে দুই নম্বর জাতীয় সড়কের আসানসোল গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে কাঁকসা থানার পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত লরি টিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।