সংবাদাতা,পূর্ব বর্ধমান:- ব্যাঙ্কে মজুত রাখা টাকা ফেরতের জন্য এবার জেলাশাসকের কাছে দরবার করলেন গ্রাহকরা।পূর্ব বর্ধমানের ভাণ্ডারডিহির গঞ্জ এলাকায় একটি শাখা ছিল এলাহাবাদ ব্যাংকের । গ্রামের মানুষ সেখানেই লেনদেন করতেন।বছর খানেক আগে ব্যাংকটি মিশে যায় ইণ্ডিয়ান ব্যাংকের সঙ্গে।অভিযোগ, কোভিড পরিস্থিতির শিথিল হতেই মাস দশেক আগে এলাকার গরিব মানুষ ও চাষিরা অবাক হয়ে দেখেন ব্যাঙ্কে রাখা তাদের টাকা গায়েব হয়েগেছে । টাকা ফেরতের দাবীতে এই নিয়ে কয়েক দফায় বিক্ষোভ দেখান তারা। তারপরেও ১৫৩ জন গ্রাহক এখনো টাকা ফেরত পায়নি বলে অভিযোগ।
কেন্দ্রের ব্যাংক মার্জারের সিদ্ধান্তের মাশুল দিচ্ছেন গরিব মানুষজন।কোভিডের জন্য কম বেশি লেনদেন চললেও গ্ৰাহকদের পাশ বুক আপডেট হয়নি ।গ্ৰাহকরা অভিযোগ করেন যে; তারা জানতে পারলেনই না কখন টাকা তুলে নেওয়া হল। এক একাউন্ট থেকে অন্য একাউন্টে ট্রান্সফার করে নেওয়ার হয়েছে সি এস পি ও ব্যাঙ্কের ম্যানেজারের মদতে বলে অভিযোগ।গ্ৰাহকদের অভিযোগ বন্ধকী আমানতের টাকা মাচুরিটি হলেও তার টাকা মেলেনি।