সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : রাস্তার পাশে ঝোপ থেকে উদ্ধার হল এক সদ্যজাত শিশু কন্যা । সোমবার শিশুটি উদ্ধার হয় কুমারডিহি থেকে শ্যামসুন্দরপুর যাওয়ার জি জি সি কলোনি এলাকা থেকে ।সূত্র মারফত জানা গেছে, সোমবার সকালে কুমারডিহি থেকে শ্যামসুন্দরপুর যাওয়ার রাস্তার জিজিসি কলোনি সংলগ্ন রাস্তার পাশের ঝোপে একটি সদ্যজাত শিশু কন্যা কে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । তারাই খবর দেন পাণ্ডবেশ্বর থানায় ।
পুলিশ এসে শিশুকন্যাটিকে উদ্ধার করে । স্বাস্থ্য পরীক্ষার জন্য উদ্ধার হওয়া শিশুকন্যাটিকে পুলিশ খান্দরা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । সেখানকার চিকিৎসকরা শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করেন । চাইল্ড লাইনের খবর দেওয়া হয় । আইন মোতাবেক শিশুটিকে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে এক পুলিশ আধিকারিক জানান ।