নীলেশ দাস ,আসানসোল:- সীতারামপুর রেলওয়ে স্টেশন এর কাছে যুবক যুবতীর মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। আসানসোল রেল ডিভিশনের অধীন সীতারামপুর রেল স্টেশনের পশ্চিম কেবিন সংলগ্নে আপ স্লো মেন লাইনের নিকট বৃহস্পতিবার সাত সকালে জোড়া মৃত দেহ উদ্ধার করলো সীতারামপুর রেল পুলিশ।
ঘটনা সূত্রে যানা গেছে সীতারামপূরের পশ্চিম কেবিন সংলগ্ন এক যুবক যুবতীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । যুবকের আনুমানিক বয়স 27 এবং যুবতীর 22 বলে যানা গিয়েছে । তবে শেষ পাওয়া খবর পর্যন্ত মৃত যুবক যুবতীর কোন পরিচয় পাওয়া যায় নি । ঘটনার খবর পেয়ে সীতারামপুর রেল পুলিশ ঘটনাস্থল থেকে যুবক যুবতীর মৃত দেহ উদ্ধার আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় । ঘটনার তদন্তে রেল পুলিশ ।