নীলেশ দাস,আসানসোল:- আসানসোল পৌরনিগমে রবীন্দ্র জন্মোৎসব কমিটি গঠন। বৃহস্পতিবার সকালে আসানসোল পৌরনিগমের কনফারেন্স রুমে আসন্ন রবীন্দ্র জন্মদিন পালন করার জন্য রবীন্দ্র জন্মোৎসব কমিটি গঠন করা হলো। কমিটির সভাপতি হিসাবে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মনোনীত হয়েছেন, চেয়ারম্যান হবেন মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী এবং ওয়াসিমুল হক, শ্রাবণী মন্ডল, ডাঃ অমিতাভ বসু সহ বিভিন্ন স্কুলের শিক্ষিকাদের নিয়ে রবীন্দ্র জন্মোৎসব কমিটি গঠন করা হয়েছে।
অভিজিৎ ঘটক জানান বিগত দু'বছর কোভিডের কারণে রবীন্দ্র জন্মোৎসব পালন করা হয় নি এই বছর কোভিড বিধিনিষেধ শিথিল হবার জন্য তিনদিন ব্যাপী অনুষ্ঠান শুরু হবে প্রভাতফেরী দিয়ে। ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্ত্তীতে মাল্যদান করার পর রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র গীতিনাট্য দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, পরদিন কলকাতা থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আসবেন। অভিজিৎ ঘটক আসানসোলবাসীর কাছে আবেদন করেন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করার।