সোমনাথ মুখার্জী,পাণ্ডেশ্বর- বৃহস্পতিবার কুমারডিহি (এ) কোলিয়ারি এজেন্ট অফিসের সামনে, জল ও বিদ্যুতের দাবিতে বিক্ষোভ কলিয়ারীর স্টাফ কলোনির বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সৌরভ ভান্ডারী বলেন,মাসখানেক ধরে স্টাফ কলোনির বাসিন্দাদের জল ও বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকায় প্রচন্ড সমস্যায় পড়েছি। একে এই তীব্র গরমে তার উপর জাল কষ্ট বাড়িয়েছে সমস্যা।,
যখনই আমরা কলিয়ারির এজেন্টের সঙ্গে দেখা করে অভিযোগ করি, তখনই এই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে সংশোধন করা হবে, কিন্তু আশ্বাস পেয়েও কিছুই হচ্ছে না। অথচ মহিলারা বলেছিল যে এত প্রচণ্ড গরমে আমাদেরকে বিদ্যুৎ বা জল দেওয়া হচ্ছে না।
স্থানীয়রা অভিযোগ করেন কলিয়ারী কর্তপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে, আপনাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। , আমাদের বাড়ির সদস্যরা এই কলিয়ারিতে কর্মচারী। স্টাফ কলোনির বাসিন্দা সন্তোষ রাজভর বলেন, কুমারডিহি এ কলিয়ারির এজেন্ট আবার আশ্বাস দিয়েছেন যে ৮ দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে। অবশেষে ফের কলিয়ারী কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ ওঠে।