শুভময় পাত্র,বীরভূম:- পরীক্ষার ভীতি কাটিয়ে, এটিকে আনন্দের সঙ্গে উৎসবের আকারে যাতে ছাত্রছাত্রীরা নিতে পারে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছেন 'পরীক্ষা পে চরচা'। করোনা অবহের পর আবার মূলস্রোতে ফিরতে চলেছে ছাত্র-ছাত্রীরা। তাদেরকে পড়াশুনো ও পরীক্ষা বিষয়ে ভীতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আশার উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বিভিন্ন প্রান্তের কেন্দ্রীয় বিদ্যালয় গুলি থেকে প্রায় ২৩ লক্ষ ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভিডিও বার্তার মধ্যে দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে থাকা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুল গুলির ছাত্র ছাত্রীদের সঙ্গে 'পরীক্ষা পে চর্চা' বিষয়ের উপর কথা বলার পাশাপাশি সেইগুলি সম্প্রচার করা হয় প্রত্যেকটি কেন্দ্রীয় সরকার অধীনস্থ বিদ্যালয়গুলিতে। এদিন তেমনই এক সম্প্রচার মূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল কেন্দ্রীয় বিদ্যালয়, বোলপুর। কেন্দ্রীয় বিদ্যালয় বোলপুর এর অধ্যক্ষ মহাভারত সিং জানান কেন্দ্রীয় সরকারের নির্দেশ মত তারা তাদের বিদ্যালয় চত্বরে তাদের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আমন্ত্রণ করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।