শুভময় পাত্র,বীরভূম:- আবারও বীরভূমের খয়রাশোলে উদ্ধার হলো প্লাস্টিকের জার ভর্তি বোমা। গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের খয়রাশোলের কাঁকড়তলা থানার ওসি শামিম খান শুক্রবার ভোরে হরিএকতলা মোড় সংলগ্ন এলাকার একটি পুকুরের পাড় থেকে প্লাস্টিকের জার উদ্ধার করেন। যেখানে আনুমানিক প্রাইস কুড়িটি তাজা বোমা উদ্ধার করে কাঁকড়তলা থানার পুলিশ।
ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশবাহিনী। রামপুরহাটের বগটুই কান্ডের ঘটনার পর্যবেক্ষনে এসে ব্রাজ্জের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন কে নির্দেশ দেন জেলায় যত বেআইনি বোমা ও অস্ত্র মজুদ আছে তা অতি শীঘ্র ব্যবস্থা নেওয়া হোক। ঠিক তার পরেপরেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হতে শুরু হয়েছে বোমা এবং তার নিষ্ক্রিয়করণ এর কাজও শুরু করে দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। এদিন কাঁকর তলা থানা এলাকায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় সিআইডি বোম স্কোয়াডে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।