সংবাদাতা পূর্ব বর্ধমান:- অস্ত্র, বোমা সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। বর্ধমান শহরে লাকুড্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের নাম নিজাম শেখ, সে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ এলাকার হাঁটগাছার বাসিন্দা। তার কাছ থেকে একটি পাইপগান, তিনটি ওয়ান-সর্টার বন্দুক ও আটটি গুলি উদ্ধার হয়েছে। সেই সাথে তিনটি প্লাস্টিক ব্যাগে প্রায় ৩৪টি বোমা উদ্ধার হয়েছে। শুক্রবার ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে তোলা হয়।
জেলা পুলিশের সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ হানা দেয় লাকুড্ডি এলাকায়। ওই এলাকায় থাকা দত্ত মর্ডান রাইস মিলের পিছনের মাঠে বোমা ও বন্দুক সহ নাজেম শেখ ধরে। পুলিশের অনুমান দূষ্কৃতিরা এই নিরিবিলি এলাকা কে বেছে নিয়েছে মজুত করা বা বিক্রি করার জায়গা হিসাবে। কয়েকদিন আগে শহরের খাগড়াগড় এলাকায় থেকে অস্ত্র সহ দুই জনকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। এতো পরিমানে বোমা ও বন্দুক উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে বর্ধমান থানা।