নীলেশ দাস আসানসোল:-বিজেপির নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার আসানসোলের কোর্ট মোড়ের বিজেপি দলীয় কার্যালয়ে এসে এই কটাক্ষ করেছেন।আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসানসোলে এসে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান, ' ঝালদার ঘটনায় সিবিআই এর তদন্তের নির্দেশ হাইকোর্টের,খুব ভালো স্বাগত জানাচ্ছি। পুলিশের যারা যুক্ত ছিল দল পরিবর্তন করে 'তোলামুল' পার্টির বোর্ড গঠন করার জন্যে।
এই ঘটনায় নবান্ন থেকে শুরু করে ঝলদার পুলিশ যুক্ত। বাইরে থেকে কয়লা ও গরু গাড়ি আসছে নিয়েও এদিন বলেন উনি আটকাছেন নাও কেনো উনি অপধার্থ পুলিশ মন্ত্রী তাই এই কথা বলছেন। ওনার পুরো পার্টিটাই কয়লা গরুর সাথে যুক্ত। রাজেশস্থান থেকে যে গরু গুলো আসে সেই গরু গুলো গোশালার জন্যে।
আর যে গরু গুলো বাংলাদেশ থেকে আসে সেই গরু গুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় ও পুলিশ পাচার করে। তৃণমূলের ভাদু শেখকে কে মেরেছে। আনারুল ভাদু শেখ ওদের লোক বিরোধীদের মারার দরকার নেই বলে পাল্টা অভিযোগ। নিজেদের মধ্যেই লড়াই করে মরে যাচ্ছে। উনি পুলিশ মন্ত্রী হিসেবে সম্পূর্ণ ব্যর্থ। আজ মহামান্য আদালতের হস্তক্ষেপে কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়েছে বাংলার মানুষ পথে নামছে মূখ খুলছে তাই বিচলিত ' বলে জানান তিনি।