তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড় বাজারের দার্জিলিং মোড় সংলগ্ন বাউরী পাড়া এলাকায় দীর্ঘ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গ্রামের মানুষেরা।গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ প্রায় তিন বছর ধরে এলাকার মানুষকে পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে। বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ।
বুধবার স্থানীয় বাসিন্দারা এবং বিজেপির একটি দল কাঁকসার বিডিওকে এলাকায় পানীয় জলের সমস্যার জন্য ডেপুটেশন জমা দেন।বিজেপি নেতা রমন শর্মার অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে।
গ্রামবাসীরা দূর থেকে পানীয় জল নিয়ে এসে তবেই তারা জীবন-যাপন করছেন। কাঁকসার বিডিওকে তারা ডেপুটেশন দিয়েছেন যদিও কাঁকসার বিডিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।যদি দ্রুত সমস্যা সমাধান না হয় তবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছে।