তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বিজেপি করার অপরাধে এক বিজেপি সমর্থকের বাড়ির নিকাশি নালার জল আটকে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে।ত্রিলকচন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানাগড় গ্রামের মাচার ডাঙ্গা এলাকার বাসিন্দা ভজহরি বাউরির অভিযোগ তিনি বিজেপি করেন বলে তার বাড়ির নিকাশি নালার জল পঞ্চায়েত দ্বারা নির্মিত নিকাশি নালায় ফেলতে দেওয়া হচ্ছে না।
গত কয়েকদিন আগে তিনি একটি পাইপের মাধ্যমে নিকাশি নালার জল পঞ্চায়েত দ্বারা নির্মিত নিকাশি নালায় ফেলার ব্যবস্থা করেছিলেন কিন্তু সেই পাইপ ভেঙে দেওয়া হয়। স্থানীয় তৃণমূল কর্মীরা এই কাজ করেছে বলে কাঁকসার বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।