নীলেশ দাস, আসানসোল :- কুলটির বিভিন্ন পেট্রোল পাম্প গুলিতে লাগানো হলো, নো হেলমেট নো পেট্রোল ব্যানার।রাজ্যে ক্ষমতায় এসেই পথ দুর্ঘটনা কমাতে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই প্রকল্পেরই অঙ্গ হিসাবে মঙ্গলবার এক সচেতনতা কর্মসূচির মধ্যে দিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে কুলটির বিভিন্ন পেট্রোল পাম্প গুলিতে লাগানো হলো, 'নো হেলমেট নো পেট্রোল' ব্যানার।
এদিন কুলটি ট্রাফিক গার্ডের অধিকারিক ইমতুজাল হক নিজে উপস্থিত হয়ে পেট্রোল পাম্প গুলোতে 'নো হেলমেট নো পেট্রল ' ব্যানার গুলো লাগানো হয়। পাশাপাশি সকল পেট্রোল পাম্প গুলিতে নির্দেশ মানার আবেদন করেন।
একই সাথে বিনা হেলমেট ব্যবহার কারী মোটরবাইক চালকদের হেলমেট পরার কোথা বলেন।উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক ও কুলটি ট্রাফিকগার্ডের পুলিশ। এদিন নিজামুদ্দিন খান নামের এক বাইক আরোহী বলেন যে পুলিশ থেকে বাঁচার জন্য নয় নিজেকে সুরক্ষিত রাখার জন্য হেলমেট পরা দরকার। আর ভালো কোম্পানির হেলমেট পরা দরকার।