নীলেশ দাস, আসানসোল :- নাকা চেকিং এর সময় লক্ষাধিক টাকা উদ্ধার আসানসোলের জুবলি মোড়ের কাছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উত্তর থানার পুলিশ শনিবার সকালে নাকা চেকিং তল্লাশিতে উদ্ধার করে ৫ লক্ষ ৬১ হাজার ৫৭০ টাকা। যদিও টাকার মালিক শুভ দাস সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে গোটা আসানসোল লোকসভা কেন্দ্র জুড়ে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং।
টাকা উদ্ধারের সম্বন্ধে যানা গেছে যে শনিবার সকালে শুভ দাস নামে জামুড়িয়ার একটি কারখানার মালিকের গাড়ি থেকে পুলিশ ৫ লক্ষ ৬১ হাজার ৫৭০ টাকা বাজেয়াপ্ত করেছে। আসানসোলের জুবলি মোড়ে নাকা চেকিং চলার সময়। টাকা সংক্রান্ত কোন বৈধ কাগজ না দেখাতে পারায় আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির পুলিশ এবং এস এস টি মেজিস্ট্রেটের উপস্থিতিতে উক্ত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
কারখানার মালিক শুভ দাস জানায়, জামুরিয়ায় আমার কারখানা আছে। সেই কারখানার শ্রমিকদের ছুটি ও বোনাস দিতে ঐ টাকা নিয়ে যাচ্ছিলাম।পুলিশকে সঠিক কাগজপত্র না দেখাতে পারাতে ঐ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও আমাকে পরে ডাকা হয়েছে কাগজপত্র দেখানোর জন্য।
অন্যদিকে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) মানবেন্দ্র দাস বলেন, কন্যাপুর ফাঁড়ি এলাকার জুবিলি মোড়ে আসানসোল লোকসভা উপনির্বাচনের জন্য ২৪ ঘণ্টা নাকা চেকিং করা হয়েছে। শুভ দাস নামে এক যুবকের গাড়ি থেকে এই টাকা পাওয়া গেছে। সেই টাকার ব্যাপারে তথ্য প্রমান দেখাতে না পারায় ঐ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।