নিলেশ দাস,আসানসোল :- বিরোধীদলের প্রার্থী অগ্নিমিত্রা পলের অভিযোগ আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় শত্রুঘ্ন সিনহার সমর্থনে কর্মীসভা হক কিংবা কর্মী সম্মেলন সব জায়গায় লালবাতি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে অনুব্রত মণ্ডল।
এদিন বিরোধীদলের প্রার্থী অগ্নিমিত্রা পলের অভিযোগ কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আমি বলবো অনুব্রত মণ্ডল এবং মলয় ঘটক লালবাতি লাগিয়ে নির্বাচনের সময়ে ঘুরে বেড়াচ্ছে। তবে নির্বাচনের সময় লালবাতি লাগাতে পারেননা। আমি কেন্দ্রীয় নির্বাচনকে দৃষ্টি আকর্ষন করবো। উনি প্রভাবিত করতে চাইছে। আসানসোলের মানুষকে প্রভাবিত করবেন না,আসানসোলের মানুষকে ভোট দিতে দিন।
পাশাপাশি সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য মোঃ সেলিম জানান,সিভিল নির্বাচনেই হল অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচন তাদেরকে দেখা উচিত। তবে সরাসরি নির্বাচনী বিধি লঙ্ঘন। সরকারি তন্ত্র প্রমাণ করতে চাই তাদের পক্ষে আছে এইটাই প্রমাণ করতে চাই। এরা সরকারি গাড়ি ব্যাবহার করতে পারে না,লালবাতি গাড়ি ব্যাবহার করতে পারে না। তবে আমি প্রশাসনকে বলবো অবিলম্বে লালবাতি সরাতে হবে বলে এদিন জানান তিনি।
অন্যদিকে আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন,অনুব্রত মণ্ডল লালবাতি ব্যাবহার করছেন না। আর মলয় ঘটক উনি হচ্ছেন রাজ্যের মন্ত্রী আসানসোল ছাড়াও অন্যান্য জায়গায় লালবাতি ব্যাবহার করতে পারে তবে আসানসোল লোকসভা নির্বাচনে লালবাতি ব্যাবহার করছেন না মন্ত্রী মলয় ঘটক।