সংবাদাতা ,পূর্ব বর্ধমান:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তড়িঘড়ি পূর্ব বর্ধমানে গেলেন বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা।বৃহস্পতিবার আইজি প্রথমে জেলার মেমারী থানায় যান।সেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। সেখানে জেলা পুলিশসুপার, এসডিপিও (দক্ষিণ) ও মেমারি থানার ওসির সঙ্গে বৈঠক করেন। তারপর আইজি বর্ধমান পুলিশ লাইনের উদ্দেশ্য রওনা দেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তড়িঘড়ি পূর্ব বর্ধমানে গেলেন বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা
April 28, 2022
0
Tags