তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শনিবার দুপুরে কাঁকসা থানার অন্তর্গত খাটপুকুর এলাকায় দু নম্বর জাতীয় সড়কের ধারে হঠাৎই আগুন জ্বলতে দেখে এলাকার বাসিন্দারা।নিমেষের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে পরে। রাস্তার ধারে একটি জঙ্গলের ভেতর লেগে যাওয়া আগুন ক্রমশ বৃহৎ আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দারা দমকল বিভাগকে খবর দিলে।
দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। কে বা কারা ওই এলাকায় আগুন লাগিয়ে দিয়েছে তা কারো জানা নেই তবে প্রচুর পরিমাণে রাস্তার ধারে দাহ্য পদার্থ পড়ে থাকার কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়।