Type Here to Get Search Results !

রাস্তা মেরামতির দাবি তুলে পথে নামলো বাস চালক ও পথচলতি সাধারণ মানুষ



শুভময় পাত্র, বীরভূম:- বাংলা নববর্ষের প্রথম দিনে বহুদিন ধরে পড়ে থাকা রাস্তা মেরামতির দাবি তুলে পথে নামলো বাস চালক থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষ। বোলপুর কীর্ণাহার রোড নতুনভাবে তৈরি হওয়ার কাজ বিগত দুই বছর ধরে শুরু হয়েছে।৫০% কাজ সম্পন্ন হলেও বাকি কাজটা না হওয়ার কারণে রীতিমতো বেহাল দশা দেখা দিয়েছে রাস্তাতে। সেই কারণে একরকম নাজেহাল হতে হচ্ছে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া সমস্ত যানবাহন চালকের। 


আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো বোলপুর শহর থেকে বোলপুর মহকুমা হাসপাতাল যাওয়ার রাস্তা এই একটাই। শুধু বোলপুর মহকুমা হাসপাতালেই নয়, মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় রয়েছে বহু বেসরকারি নাসিংহোম ঔষধের দোকান, যে কারণে বহু মানুষ প্রয়োজনে ওই রাস্তা ব্যবহার করে থাকে। কিন্তু বিগত দুই বছর ধরে রাস্তা মেরামতের কাজ চলতে থাকায় রীতিমতো নাকাল হচ্ছে বাস যাত্রী থেকে শুরু করে বাস চালক ও সমস্ত যানবাহনের চালকেরা। 


এরই প্রতিবাদ জানিয়ে বিগত বেশ কিছুদিন আগে স্থানীয় লোকজন পথ অবরোধ করেছিলেন, আর সেই পথ অবরোধে আটকে পরে বীরভূম জেলা পরিষদের সভাপতি বিকাশ রায় চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছিলেন অতি দ্রুত p.w.d. কে বলে রাস্তা মেরামতের কাজ শুরু হবে। কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কাজ এগোয়নি বিন্দুমাত্র। সেই কারণে আজ পহেলা বৈশাখের দিন সকাল থেকেই স্থানীয় লোকজন বাস মালিক চালক, ও অন্যান্য বিভিন্ন যানবাহনের চালকেরা স্থানীয় লোকজনের সহযোগিতায় রাস্তা অবরোধ করে। 


তাদের দাবি রাস্তায় যাতায়াতের জন্য যখন আমাদের সমস্ত রকম কর দিতে হয় তাহলে রাস্তা মেরামত করার দায়িত্বও অতি দ্রুততার সঙ্গে সরকারকে নিতে হবে। আর যতক্ষণ না সংশ্লিষ্ট সরকারি দপ্তরের পক্ষ থেকে  এর নির্দিষ্ট সুরাহা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন বজায় থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad