নীলেশ দাস, আসানসোল:- জামুড়িয়ার নির্জন এলাকায় এক বস্তা বন্দী নর কঙ্কাল উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার স্থানীয় এলাকার মানুষজনেরা ডাস্টবিনের ময়লা আবর্জনা ফেলা সামগ্রীর সঙ্গে থাকা এক বস্তাবন্দি দুর্গন্ধময় সামগ্রী পড়ে থাকতে দেখে, তারা স্থানীয় এলাকার মানুষজনেদের খবর দিলে, তারাই শ্রীপুর ফাঁড়ির পুলিশকে জানালে, পুলিশ পৌঁছে রহস্যময় ওই বস্তা উদ্ধার করে লক্ষ্য করে, তার মধ্যে থাকা নাম-গোত্রহীন এক নর কঙ্কাল পায়।
নর কঙ্কালটি পুরুষ না মহিলা নর কঙ্কাল তা নিয়েই উঠেছে প্রশ্ন। বুধবার আকস্মিকভাবে এই নর কঙ্কাল উদ্ধার এর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জামুড়িয়ার 11 নম্বর ওয়ার্ডের শ্রীপুর ফাঁড়ির এলাকার তাল বাঁধ অঞ্চলে।
স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি বাইরে থেকে কেউ বা কারা ওই এলাকাটি নির্জন এলাকা লক্ষ্য করে ওই নর কঙ্কালটিকে সেখানে এনে ফেলে দিয়ে গেছে। এদিন শ্রীপুর ফাঁড়ির পুলিশ নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ওই নর কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।