সোমনাথ মুখার্জী,অন্ডাল:- অন্ডাল থানার 13 নম্বর রেল কলোনি এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । বৃহস্পতিবার গভীর রাত্রে ছাদের উপর দিয়ে চোরের দল ঢোকে বাড়ির ভেতরে এবং আলমারি লোকাল ভেঙে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনার সহ নগদ লক্ষাধিক টাকা চুরি করে চম্পট দেয় চোরের দল। অভিযোগ করেন বাড়ির মালিক। বাড়ির মালিকের আরো অভিযোগ গরমের কারণে বাড়ির পরিবারের সবাই ছাদের উপরে ঘুমিয়ে ছিলেন সেই সময় ঢুকে তাদেরকে স্প্রে করে চুরি করে নিয়ে পালায় চোরের দল। ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ এসে তদন্ত শুরু করে।
অন্ডালে 13 নম্বর রেল কলোনি এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য
April 08, 2022
0
Tags