সোমনাথ মুখার্জি লাউদোহা :- শুক্রবার লাউদোহায় বনগ্রামে একটি পাঠাগারে স্বেচ্ছাসেবী সংস্থা মণিমালা এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রাস্ট এর উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এদিনের এই রক্তদান শিবিরে মোট চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন ।রক্তদাতাদের মধ্যে বেশির ভাগই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ।
সংস্থার কর্ণধার দেবাশিস মিত্র জানান ২০১৮ সালে শুরু হয় তাদের এই স্বেচ্ছাসেবী সংস্থার কাজ ।সারা বছরই কোনো না কোনো সামাজিক কাজের সাথে যুক্ত থাকে তাদেরই সংস্থা ।যেমন এলাকায় বয়স্ক গরিব মানুষের শিক্ষাদানের ব্যবস্থা করে সংস্থা। সাথে সাথে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষাদান করে থাকেন ।
বর্তমানে তাদের এই সংস্থায় ৪৬ জন সদস্য রয়েছেন। তাঁদের সিংহভাগ মহিলা সদস্যা । তাই এই সংস্থার বেশির ভাগ কাজই হয় মহিলাদের অধিকার নিয়ে । দেবাশিসবাবু জানান এদিনের এই রক্তদান শিবিরে মোট চল্লিশ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে যেটা যাবে আসানসোল জেলা হাসপাতালে । বর্তমানে রক্তের সংকট কিছুটা হলেও মেটাবার এই প্রচেষ্টা সংস্থার।