সোমনাথ মুখার্জী,পান্ডবেস্বর- পান্ডবেস্বর বিধানসভার অন্তর্গত ইসিএলের বাঁকলা এরিয়ার তিলাবনী কলিয়ারীর শ্রমিকরা পানীয় জলের সংকটে ভুগছেন। খনি শ্রমিকদের অভিযোগ খনীগর্ভ থেকে কাজ সেরে খনির উপরে উঠে প্রচন্ড তৃষ্ণা পায়,কিন্তু খনি চত্তরে মেলেনা পানীয় জল। খনি কর্মীদের অনেকেই বাড়ি থেকে নিয়ে আসেন পানীয় জল কিন্তু সে জলে চলে না কাজের আট ঘণ্টা। তাই কাজ সেরে উপরে উঠে বাধ্য হয়েই স্থানীয় কুয়ো কিংবা খাদের অপরিশোধিত জল পান করেন । ফলে হামেশাই লেগে থাকে পেটের নানান সমস্যা।
খনি শ্রমিকদের কথা ভেবে কয়েক লক্ষ টাকা ব্যয়ে কয়েকমাস আগে ইসিএলের তরফে খনি চত্তরে বসানো হয়েছিল পরিশোধিত পানীয় জলের মেশিন। কিন্তু কিছুদিন চলার পরই রক্ষনাবেক্ষনের অভাবে সে মেশিন আজ বন্ধ। প্রশ্ন উঠছে ইসিএল এলের খনি শ্রমিকদের কথা ভেবে এই মেশিন বসানো হয়েছিল,নাকি কতিপয় ঠিকাদারকে টাকা পাইয়ে দিতে এই ব্যবস্থা?
এ ব্যাপারে সংশ্লিষ্ট কোলিয়ারির HMS এর সেক্রেটারি রাজা চট্টরাজ জানান,খনিশ্রমিকদের পানীয় জলের অভাব রয়েছে কোলিয়ারিতে। তবে এ বিষয়ে কোলিয়ারি কর্তৃপক্ষকে তাদের তরফ থেকে জানানো হবে। খুব শীঘ্রই খনি শ্রমিকদের জন্য পানীয় জলের সু ব্যবস্থা হবে ।