সোমনাথ মুখার্জি ,পাণ্ডবেশ্বর :- বুধবার ভোর পাঁচটা থেকে ইসিএলের বালি বোঝাই গাড়ির আটকে বিক্ষোভ দেখাল পান্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহি গ্রামের বাসিন্দারা ।গ্রামবাসীদের তরফে খোকন মণ্ডল, বাপ্পাদিত্য মুখার্জি ,সুজিত রায় চৌধুরীরা জানান,বালির গাড়ির মালিকদের কাছে অনুরোধ করা হয়েছে তাদের বালির গাড়ির জন্যই রাস্তায় যেভাবে বালি পড়ে বিপদের আশঙ্কা বাড়িয়েছে সেই বালি অবিলম্বে রাস্তার উপর থেকে পরিষ্কার করতে হবে ।
পিচ রাস্তার ওপর বালি পড়ায় স্বাভাবিকভাবে প্রতিনিয়তই দু চাকার গাড়ির চালকেরা বিপদে পড়ছেন। ইসিএলের বালিবোঝাই লরি গুলি ওভারলোডিং বালি নিয়ে বালির ওপর ঢাকা না দিয়েই বেপরোয়াভাবে চলাচলকারী করে পাণ্ডবেশ্বরের অজয় ঘাট থেকে কুমারডিহির গ্রামের ওপর দিয়ে চলে যায় ইসিএলের বাকলা বালি ব্যাংকারের উদ্দেশ্যে । এই ওভারলোডিংয়ের কারণেই বালির ওপর ঢাকা না দেওয়ার কারণে রাস্তার উপর যথেচ্ছ ভাবে পড়ে যায় বালি ।
গ্রামবাসীরা এ নিয়ে বালি গাড়ির মালিকদের বারবার অনুরোধ করলেও কর্ণপাত করেনি বালি গাড়ির মালিকেরা । তাই বাধ্য হয়েই বুধবার ভোর পাঁচটা থেকে ইসিএলের বালিবোঝাই গাড়িগুলি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি রাস্তার ওপর যে বালি পড়ে আছে সেই বাড়িগুলি পরিষ্কার করে দিতে হবে গাড়ি মালিকদের এবং প্রত্যেক সপ্তাহে গাড়ির থেকে বালি পড়বে নিয়মিত সে বালিও পরিষ্কার করতে হবে গাড়ি মালিকদের ।
গ্রামবাসীদের দাবি মেনে নিয়ে বেলা ৮ টা নাগাদ বালি গাড়ির মালিকেরা মুচলেকা দেয় রাস্তার উপর যে বালি পড়বে সেগুলি নিয়মিত পরিষ্কার করে দেওয়া হবে এবং বুধবার থেকেই শুরু হয় রাস্তার ওপর বালি পরিষ্কারের কাজ । তবে মালিকদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা চলাচল শুরু হয় বালি গাড়িগুলির ।