সংবাদাতা,পূর্ব বর্ধমান:- ফের পূর্ব বর্ধমানের ভাতারে প্রচুর সংখ্যক বোমা উদ্ধার হল।বুধবার ভাতারের এরুয়ার গ্রামে বোমা উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়৷ ভাতারের মোহনপুর, রাজীপুরপর পর এবার এরুয়ার গ্রামে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হল। এই বোমা উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এলাকা ঘিরে রেখেছে ভাতার থানার পুলিশ।
এরুয়ারের ভাষাপাড়া শ্মশানের একটি প্রতীক্ষালয়ে দু 'জার, একটি থলি ও একটি বস্তার মধ্যে বোমগুলি রাখা আছে।তবে কতগুলি বোমা রয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি।বোমস্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।