তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসার গোপালপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম উত্তম হালদার।কাঁকসার গোপালপুরের বাসিন্দা।ধৃত ব্যক্তির কাছ থেকে একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ।
মঙ্গলবার গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ধৃতের বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ও উত্তম হালদার নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।ধৃত কে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।