নীলেশ দাস, আসানসোল :- মঙ্গলবার সন্ধ্যায় কুলটির সাকতোড়িয়া মোড়ে নির্বাচনী কর্মীসভা করে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে। এদিনের নির্বাচনী কর্মীসভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।এদিনের নির্বাচনী কর্মীসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি নাম না করেই অনুব্রত মণ্ডল ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা ছাড়াও এদিনের নির্বাচনী কর্মীসভায় উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার বিধায়ক অজয় পোদ্দার,দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘড়ুই,আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি,নির্মল কর্মকার,কাউন্সিলর ইন্দ্রানী আচার্য্য,অভিজিৎ আচার্য্য সহ বিজেপি কর্মী সমর্থকরা।
এদিনের সভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি নাম না করেই অনুব্রত মণ্ডল ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে কটাক্ষ করে বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন ' আসানসোলের মানুষকে এই তৃণমূল পার্টি ভোট দিতে দেননি। তবে প্রত্যেকটা বুথে নব্বইতে গোল দিতে হবে। বাকি রইলো গুন্ডামি আমরা লড়ে নিবো। এবারের ভোট হবে পেরা মিলিটারি দিয়ে আর সন্ত্রাসও হবে না আর ভোট লুটও হবে না।এবার মানুষ সুদে আসলে তুলে নেবে। পাশাপাশি আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে নাম না করে কটাক্ষ করেন।'
তিনি বলেন ' তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের একটাও প্রার্থী খোঁজা পাননি,বিহার যাকে রিজেক্ট করেছে। বিহারের নির্বাচনে যে হেরেছে তাকেই তৃণমূল প্রার্থী করেছে। তবে আমাদের প্রার্থী অগ্নিমিত্রা পলকে বিপুল সংখ্যা ভোটে জেতাতে হবে বলে এই কর্মী সভায় জানান।'