নীলেশ দাস, আসানসোল :-তৃণমূলের কর্মীসভায় ২ থেকে আড়াই লক্ষ ভোটে জেতার দাবি অনুব্রতর।আসানসোলের রবীন্দ্র ভবনে তৃণমূলের কর্মীসভার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বীরভূমের জেলা সভাপতি তথা আসানসোল লোকসভা কেন্দ্রের দায়িত্ব অনুব্রত মণ্ডল। কর্মীসভায় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক,আসানসোলের মহা নাগরিক তথা তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি.শিবদাশন দাশু পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ তৃণমূলের নেতৃত্বরা।
আসানসোল লোকসভার উপনির্বাচনে দুই থেকে আড়াই লক্ষ ভোটে জেতার দাবি জানিয়ে বলেন মমতা ব্যানার্জীর উন্নয়ন দেখে আসানসোলবাসী তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। তিনি জানান শত্রুঘ্ন সিনহা না প্রার্থী হলে আসানসোল তৃণমূল কংগ্রেস জিততে পারতো না।
অন্যদিকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল নির্বাচন কমিশনের কাছে অনুব্রত মণ্ডলকে আসানসোলে ঢুকলে তাকে গ্রেপ্তারের দাবি সম্বন্ধে তিনি জানান আসানসোল শহর কারোর সম্পত্তি নয়, যাকে খুশী শহরে ঢুকতে নিষেধ করবে।