তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে কাঁকসার মলানদীঘি এলাকা থেকে এক ট্রাক্টর চালককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।আটক করা হয়েছে বালি বোঝাই ট্রাক্টর।
পুলিশ সূত্রে জানা গেছে সোমবার গভীর রাত্রে বালি বোঝাই করে একটি ট্রাক্টর শিবপুর থেকে মুচিপাড়া আসার পথে কাঁকসা থানার পুলিশ ওই ট্রাক্টরকে আটকে বৈধ কাগজ দেখতে চাইলে ট্রাক্টরের চালক বৈধ কাগজ দেখাতে না পারায় ট্রাক্টরের চালককে গ্রেফতার করে।
ধৃত চালকের নাম বিদ্যুৎ রুইদাস,কাঁকসার জাটগড়িয়া এলাকার বাসিন্দা।ধৃত চালিককে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।