সোমনাথ মুখার্জী,অণ্ডাল :- অণ্ডাল থানার পরাশকোল এলাকায় পর পর ৫ - ৬ টি দোকানে অ্যাসবেস্টসের চাল ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ওই এলাকার ব্যাবসায়ী মহলে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ওই এলাকার ব্যাবসায়ীদের অভিযোগ, প্রায়ই চুরির ঘটনা ঘটে ওই এলাকায়। নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা। পুলিসে খবর দিলে পুলিস এসে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে।
চুরি যাওয়া দোকানের মালিক সূত্রে জানা গিয়েছে, পরাশকোল এলাকায় কংক্রিটের তৈরী বিভিন্ন সামগ্রী'র দোকান রয়েছে। ওই দোকান গুলির প্রায় প্রতিটিরই চাল অ্যাসবেস্টসের। ব্যাবসয়ীদের দাবি,ওই দিন রাতে চোরের দল এলাকায় এসে পর পর প্রায় ৫ থেকে ৬ টি দোকানের চাল ভেঙে ভেতরে ঢোকে। দোকানের ক্যাস বক্সে বিশেষ কিছু না পেলে বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল।পুলিসে অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ীরা। অভিযোগের ভিত্তিতে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।