সোমনাথ মুখার্জি,লাউদোহা :- রামপুরহাট কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিসকে নির্দেশ দিয়েছিলেন রাজ্য জুড়ে অবৈধ হাতিয়ার বাজেয়াপ্ত করার।নির্দেশ মতো তৎপর পুলিশ রাজ্যজুড়ে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে বাজেয়াপ্ত করছে আগ্নেয়াস্ত্র।সোমবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে ডালুর বাঁধ এলাকা থেকে প্রচুর কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে,গ্রেপ্তার করা হয় একজনকে।
সোমবার গভীর রাতে পান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের মাধাইগঞ্জ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। মাধাইগঞ্জ এলাকার একটি নির্জন জায়গায় থেকে আটটি তাজা বোমা উদ্ধার করে ফরিদপুর থানার পুলিশ। ভোটের মুখে তাজা বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । পুলিশ সূত্রের খবর, সূত্র মারফত খবর পেয়ে হানা দেওয়া হয় এলাকায় সেখান থেকে আটটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে সোমবার গভীর রাতে।