তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বীরভূমের ঘটনার প্রতিবাদ সহ বিধানসভার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কাঁকসা থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি কর্মী সমর্থকরা।কাঁকসা দু নম্বর মন্ডলের পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা দু'নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী সহ অন্যান্য সংগঠনের কর্মী সমর্থকরা।
কাঁকসা দু'নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী জানিয়েছেন বিধানসভার ঘটনার প্রতিবাদ সহ, রাজ্যজুড়ে একের পর এক যে হিংসার ঘটনা ঘটছে তার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে রাজ্যজুড়ে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
যার মধ্যে মঙ্গলবার সারা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়।সেই কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দু নম্বর মন্ডলের পক্ষ থেকে।কাঁকসা থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভের পাশাপাশি একগুচ্ছ দাবি নিয়ে কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসির কাছে স্মারকলিপি পেশ করেন বিজেপি নেতৃত্ব।