সংবাদাতা,পূর্ববর্ধমান:- জাতীয় সড়ক অবরোধ করে বনধ সমর্থকরা।সোমবার পূর্ব বর্ধমানের গলসীর ২ নম্বর জাতীয় সড়কে ধর্মঘটীরা রাস্তা অবরোধ করে। অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস সহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে। যানজটের সৃষ্টি হয়। তবে মিনিট ২০ বন্ধ অবরোধ চলার পর গলসী থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।
পাশাপাশি, বনধ সমর্থনকারীরা রেল অবরোধ করলো বর্ধমান হাওড়া মেইন শাখার পালসিট স্টেশনে। প্রায় ২০ মিনিট অবরোধের ফলে আটকে যায় বর্ধমান হাওড়া লোকাল ট্রেন। আর পি এফ গিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয়।
UPDATE-10.54 AM- বনর্ধের সমর্থনে বর্ধমানে অবরোধ করলো বামেরা।সোমবার কার্জনগেট চত্বরে জিটি রোড অবরোধ করে বনর্ধ সমর্থক বামেরা।প্রথমে সিপিএমের জেলা পার্টি অফিস থেকে মিছিল করে বাম সমর্থকরা বীরহাটা মোড়ে যায়।সেখান থেকে ফিরে কার্জনগেট চত্বরে জমায়েত হয়ে অবরোধে তারা সামিল হয়।