সংবাদাতা, পূর্ব বর্ধমান:- ফের বোম উদ্ধার হল পূর্ব বর্ধমানে।রবিবার রাতে ভাতার থানার পুলিশের কাছে খবর আসে মোহনপুর হাইস্কুলের মাঠের পাশে বোম ভর্তি জার পড়ে আছে।পুলিশ রাতেই এলাকাটি ঘিরে রাখে।পুলিশ জানায় জারে মোট ২৪ টি বোম আছে। বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
এখানে উল্লেখ্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর জেলাজুড়ে প্রতিদিন বোম,গোলা, বন্ধুক উদ্ধারের যেন হিড়িক পড়ে গেছে। প্রতিদিনই জেলার বিভিন্ন জায়গায় বোম উদ্ধার হচ্ছে। স্কুলের পাশে খেলার মাঠে জার ভর্তি বোম উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দারা বেশ আতঙ্কিত। পুলিশ তদন্ত শুরু করেছে।