তনুশ্রী চৌধুরী,পানাগড়:-সোম ও মঙ্গলবার সারা দেশ ব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। সোমবার সকালে পানাগড় বাজারে বন্ধের সমর্থনে পথে নামে বাম কর্মী সমর্থকরা।সোমবার পানাগড় বাজারে সকাল থেকে দফায় দফায় বনধ সমর্থনকারীরা ধর্মঘটের সমর্থনে পানাগড় বাজারে পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকা।কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বনধ সমর্থনকারীদের সরিয়ে দেয়।
পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও ফের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বনধ সমর্থনকারীরা। জোর পূর্বক বাস ও লরি আটকানোর চেষ্টা চালানো হয়।খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে বনধ সমর্থনকারীদের উঠানোর চেষ্টা করলে বনধ সমর্থনকারীদের সাথে বচসা শুরু হয়ে যায় পুলিশের।
দীর্ঘক্ষন পুলিশের সাথে বচসার পর পুলিশ বনধ সমর্থনকারীদের রাস্তা থেকে উঠিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তবে বনধ সমর্থনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী কাল ধর্মঘটের দ্বিতীয় দিনেও তারা রাস্তায় নেমে বনধ এর সমর্থন জানাবে।