তনুশ্রী চৌধুরী,পানাগড়:- রাতের অন্ধকারে চলছে জলাশয় ভরাট বলে অভিযোগ।তাই এলাকার জলাশয় ভরাট রুখতে পানাগড়ের বাসিন্দারা কাঁকসার বিডিও,কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক ও কাঁকসার থানার ভারপ্রাপ্ত অধকারীকের কাছে লিখিত অভিযোগ জানালেন।
পানাগড়ের বাসিন্দা রামজি মন্ডল জানিয়েছেন বেশ কিছুদিন ধরে এলাকার কিছু ব্যবসায়ী পানাগড়ের রণডিহা মোড় সংলগ্ন একটি জলাশয়ে মাটি ও ছাই ভরাটের কাজ শুরু করেছে। ২০১৬ সালে ওই জলাশয়ের পাশেই একটি জলাশয় বেআইনি ভাবে ভরাটের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। বর্তমানে আশেপাশের একাধিক জলাশয় মাটি ভরাট করে বিক্রি করার চেষ্টা চালাচ্ছে কিছু অসাধু মানুষ।
দ্রুত এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়ে ফের প্রশাসনের দারস্ত হয়েছেন তারা।যে ভাবে ওই এলাকায় রাতের অন্ধকারে জলাশয় ভরাটের কাজ চলছে তাতে আগামী দিনে ওই এলাকায় জলাশয় বলে কিছু থাকবে না ক্ষতি হতে পারে পরিবেশের বলে অনুমান তার।