তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার বিরুডিহায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকান্ড,কাঁকসার বিরুডিহায় অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলের মোট তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পানাগর বায়ু সেনা ছাউনির সীমানা বরাবর আগুন লাগায় বায়ুসেনার একটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজে যোগ দেয়। বায়ুসেনা ছাউনির দমকলের একটি ইঞ্জিন সহ মোট চারটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকলের আধিকারিক প্রদীপ পরামানিক জানিয়েছেন তারা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।কেউ হতাহত না হলেও প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এবং তেল মজুদ থাকায় আগুন ভয়াবহ আকার নেয়। কিভাবে আগুন লাগে তার সঠিক কারণ জানা যায়নি। দমকল বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।