তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে পানাগড় বাজারের দক্ষিণ ক্যানেল পাড় এলাকায়। মৃতের নাম স্যামাপদ সরকার বয়স ৮০ বছর।পরিবারের সদস্যরা জানিয়েছেন ,তারা সকালে অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে ওই বৃদ্ধ কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে
কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।কি কারনে মৃত্যু তার সঠিক কারণ জানা যায়নি তবে এলাকাবাসী এবং পরিবারের অনুমান মানসিক অবসাদের জেরেই তিনি আত্মহত্যা করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।