Type Here to Get Search Results !

BIRBHUM: ওরস উৎসব উপলক্ষে দাতাবাবার পূর্ণভূমি পাথরচাপরির উদ্দেশ্যে পদব্রজে যাত্রা পুণ্যার্থীদের



শুভময় পাত্র,বীরভূম:- ওরস উৎসব উপলক্ষে দাতাবাবার পূর্ণভূমি পাথরচাপরির উদ্দেশ্যে পদব্রজে যাত্রা পুণ্যার্থীদের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে  বাংলা মাসের ৯ এবং ১০ ই চৈত্র বীরভূমের পাথরচাপরি দাতাবাবার পূর্ণভূমিতে ওরস উৎসব উপলক্ষে বহু পুণ্যার্থীর সমাগম হয়। কেউ তাদের মনস্কামনা পূর্ণ করার লক্ষ্যে আবার কেউ পূর্ণ হয়ে যাওয়া মনসকামনার শোধ করার লক্ষ্যে পাথরচাপরি দিকে এগিয়ে চলেছেন। 


দূরদূরান্ত থেকে পায়ে হেঁটে এই ওরস উৎসবে দাতাবাবার পূণ্যভূমিতে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বহু মানুষ তার মাজারে রংবেরঙের চাদর অর্পণ করেন। এদিন বোলপুর-শ্রীনিকেতন এর উপর দিয়ে বেশকিছু পুণ্যার্থী কে দেখা গেল পাথরচাপরি উদ্দেশ্যে পায়ে হেঁটে যেতে। তাদের সঙ্গে কথা বলে জানা গেল তারা বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে পথ হাঁটা শুরু করেছেন গতকাল থেকে। 


ঠিক সময় মত পৌঁছে যাবে তারা এমনটাই বিশ্বাস। রাত্রিকালীন যেখানে তারা পারবে অল্প বিশ্রাম নিয়ে আবারো পথ চলা শুরু করবে তাদের গন্তব্যের দিকে। এমনই বহু মানুষ দূরদূরান্ত থেকে মাইলের পর মাইল পথ হেঁটে দাতাবাবার পূর্ণ ভূমিতে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad