Type Here to Get Search Results !

ANDAL: দেউচা পাচামি কয়লা খনির বিরুদ্ধে আন্দোলনরত বাসিন্দাদের সমর্থনে সংহতি দিবস কর্মসূচি পালন হলো উখরায়



সংবাদদাতা, অন্ডাল : বীরভূমে প্রস্তাবিত দেউচা পাচামি কয়লা খনির বিরুদ্ধে আন্দোলনরত বাসিন্দাদের সমর্থনে সংহতি দিবস  কর্মসূচি পালন হলো উখরায় । শুক্রবার সন্ধ্যায় উখড়া স্কুল মোড়ে কর্মসূচিটি হয় এআইসিসিটিইউ সংগঠনের উদ্যোগে । উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে সোমনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা । প্রকল্পটি বাতিলের সমর্থনে জনমত গড়ে তুলতে সংগঠনের পক্ষ থেকে এলাকায় হ্যান্ডবিল ও বিতরণ করা হয় । 


সোমনাথ চট্টোপাধ্যায় জানান এই প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকায় মানুষের বসবাস ও তাদের জীবন-জীবিকা চরম ক্ষতিগ্রস্ত হবে । পাশাপাশি নষ্ট হবে প্রাকৃতিক ভারসাম্য । স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের মানুষ উচ্ছেদ হবে তাদের ভিটেমাটি থেকে । তাই প্রস্তাবিত প্রকল্পটি বাতিলের দাবিতে স্থানীয় মানুষ সোচ্চার হয়েছেন । তাদের সমর্থনে এদিন সংহতি দিবস কর্মসূচি পালন করা হয় বলে জানান সোমনাথ বাবু ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad