তনুশ্রী চৌধুরী,পানাগড়:- পানাগড় বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১২ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো পানাগড় বাজার মিত্রসংঘ ক্লাবে। এদিন সম্মেলনে যোগ দেন পানাগড়, দুর্গাপুর, আসানসোল,সহ পূর্ব বর্ধমান জেলার বাস মালিক সংগঠনের সদস্যরা।
পানাগড় বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরিমল মুখার্জি জানিয়েছেন বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের যে দাবি-দাওয়া গুলি রয়েছে সেই সমস্ত দাবি দাওয়া নিয়ে সমস্ত বিভিন্ন এলকার সংগঠনের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এদিন আলোচনায় উঠে আসে যেভাবে নিত্যদিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি বেড়ে চলেছে। আগামী দিনে বাস চালানো অসম্ভব হয়ে পড়ছে বাস মালিকদের।
ইতিমধ্যে বহু বাস মালিক বাস পরিষেবা বন্ধ করে দিয়েছেন অনেক বাস পরিষেবা বন্ধ রয়েছে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি বেড়ে যাওয়ার ফলে ভাড়া বৃদ্ধি করতে বাধ্য হচ্ছেন বাস মালিকরা। কিন্তু বেশি ভাড়া যাত্রীরা না দিতে চাওয়ায় বাস চালানোর খরচ উঠছে না বাস মালিকদের। পাশাপাশি বাসের যন্ত্রাংশের দাম বাড়ছে নিত্যদিন। বাসের রক্ষনাবেক্ষন করাও অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে বাসমালিকদের।ফলে আগামী দিনে বেসরকারি বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পথে বসেছে বলে জানিয়েছেন তিনি।