তনুশ্রী চৌধুরী, পানাগড়:- এলাকাবাসীর দাবি মেনে পানাগরে সবজি বাজারে পানীয় জলের টিউবওয়েল বসানোর উদ্যোগ নেয় কাঁকসা গ্রাম পঞ্চায়েত।শুক্রবার বিকালে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের আর্থিক সহযোগিতায় নির্মিত টিউবওয়েল উদ্বোধন করলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।
ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতিবছর গ্রীষ্মকাল আসলেই পানীয় জলের সংকটে ভুগতে হয় পানাগর বাজারের ব্যবসায়ীদের।সেইমতো ব্যবসায়ীরা কাঁকসা গ্রাম পঞ্চায়েত কে বাজারের মধ্যে একটি টিউবওয়েল বসানোর দাবি জানান।
ব্যবসায়ীদের দাবি মেনে শুক্রবার বিকালে গ্রাম পঞ্চায়েতের আর্থিক সহযোগিতায় নির্মিত টিউবয়েলের সূচনা করেন গ্রাম পঞ্চায়েত প্রধান।