সংবাদাতা,পূর্ববর্ধমান:- রবিনসন স্ট্রীটের ছায়া এবার পূর্ব বর্ধমানে।বেশ কয়েকদিন ধরে দিদির পচাগলা দেহ আঁকড়ে ছিল বোন। দিদির মৃতদেহ নিয়ে একই বিছানায় রাত্রিযাপন করেছে বোনের।পূর্ব বর্ধমানের মেমারী থানার কৃষ্ণবাজার কলেজমোড় এলাকার ঘটনা।বৃহস্পতিবার প্রচন্ড দুর্গন্ধ পেয়ে এলাকাবাসিন্দারা খবর দেয় পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।পাশাপাশি মৃতার বোনেরও চিকিৎসা করায় পুলিশ ।
মৃতার নাম সুপ্তিকণা কোলে (৬১)।মেমারীর কৃষ্ণবাজার কলেজমোড় এলাকায় একটি ভগ্নপ্রায় দোতলা বাড়িতে তার সঙ্গে থাকতো বোন মুক্তিকণা কোলে।বিশেষ প্রয়োজন ছাড়া দু'জনেই ঘর থেকে বেরোতেন না।এমনকি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কও ভালো ছিলো না।বেশ কয়েকদিন ধরে ঘর থেকে কেউ বের হচ্ছিলো না।এরমধ্যেই প্রচন্ড দুর্গন্ধে এলাকায় টেকা দায় হয়ে ওঠে প্রতিবেশীদের। সন্দেহ হওয়ায় তার খবর দেয় পুলিশকে।পুলিশ বাড়ি থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার করে।
প্রতিবেশী শুভম ঘোষ, পুস্পিতা ঘোষরা বলেন, ভগ্নপ্রায় দোতালা বাড়িতে দুই বোনই থাকতেন।বাড়িতে কারও আসা যাওয়া ছিলো না।এমনকি বাড়িতে কাউকে প্রবেশের অনুমতিও দিতেন না তারা।ইলেকট্রিক,জলের লাইন কিছুই ব্যবহার করতেন না।মোমবাতির আলোয় রাত্রিযাপন করতেন।প্রতিবেশীদের সঙ্গে কথাও বলতেন না।সারাবছরই বাড়ির সমস্ত জানালা বন্ধ করা থাকত।শুধুমাত্র পানীয় জল ও খাবার নেওয়ার জন্য মাঝেমধ্যে নীচে নামতো বোন মুক্তিকণা।সেটাও দিন চারেক ধরে বন্ধ ছিলো।