তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বৃহস্পতিবার ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনে ৪ রাজ্যে ক্ষমতা দখল করে বিজেপি (BJP) । ৪ রাজ্যে নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি ভালো ফল করায় বৃহস্পতিবার পানাগড়ের (Panagarh) বিশ্বকর্মা মন্দির থেকে পানাগড় বাজার পর্যন্ত বিজয় মিছিল করলো বিজেপি (BJP) কর্মী সমর্থকরা।এদিন একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে এলকার মানুষের মধ্যে গাজরের হালুয়া বিতরণ করা হয়।
বিজেপির কাঁকসা (Kanksa) ২নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি জানান পাঁচ রাজ্যের মানুষ ভয় মুক্ত পরিবেশের মধ্যে বিজেপি কে ভোট দিয়েছে। যার কারণে চার রাজ্যে বিজেপি ভালো ফল করেছে। সেই আনন্দে তারা এলাকার মানুষের মধ্যে গাজরের হালুয়া বিতরণ করেছেন এবং একে অপরকে গেরুয়া আবীর মাখিয়ে আনন্দে মেতে উঠেছেন।
তবে পাঁচ রাজ্যের ফল ঘোষণা হওয়ার পর বিজেপি যেভাবে চার রাজ্যে ভালো ফল করেছে এর এফেক্ট আগামী দিনে অন্যান্য যে সমস্ত রাজ্যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের প্রভাব পড়বে বলে আশা তার।