শুভময় পাত্র,বীরভূম:- বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের জেরে অসুস্থ কর্মসচিব আশীষ আগরওয়াল ও জনসংযোগ আধিকারিক অতীন ঘোষ। টানা ৬০ ঘন্টা আটক থাকার পর অসুস্থ হয়ে পড়লেন বিশ্বভারতীর কর্মসচিব আশীষ আগরওয়াল ও জনসংযোগ আধিকারিক অতীন ঘোষ। কেন্দ্রীয় কার্যালয়ে তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে ডাক্তার।
প্রসঙ্গত, গত সোমবার থেকে বিশ্বভারতীর কর্মসচিব আশীষ আগরওয়াল, জনসংযোগ আধিকারিক অতীন ঘোষ, জয়েন্ট রেজিস্ট্রার অশোক মাহাতো সেন্ট্রাল অফিসে একরকম বন্দী হয়ে আছে। যদিও পড়ুয়াদের দাবি তারা অবস্থান বিক্ষোভ করছে শান্তিপূর্ণ ভাবে। বিশ্বভারতীর কোনো আধিকারিক কে ঘেরাও করেনি।
হোস্টেল খোলা, অনলাইন ক্লাস করিয়ে অফলাইন পরীক্ষা নেওয়া যাবেনা ও মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়ানো নিয়ে তিনদিন ধরে উত্তাল কবিগুরুর শান্তিনিকেতন। বন্ধ রয়েছে পঠন পাঠন থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত ক্রিয়াকলাপ। পড়ুয়াদের দাবি, যতক্ষণ না বিশ্বভারতী কতৃপক্ষ তাদের দাবি মানছে ততক্ষণ অর্নিদিষ্ট কালের জন্য আন্দোলন চালিয়ে যাবে তারা। তিনদিন ধরে চলা ছাত্র আন্দোলনে কার্যত অচলাবস্থা শুরু হয়েছে বিশ্বভারতীতে।