নীলেশ দাস ,আসানসোল :- কুলটি এলাকার ঐতিহ্যবাহী মেলা অর্থাৎ শিবরাত্রি মেলার শুভসূচনা। এই শিবরাত্রি পুজোর পরের দিন থেকেই শুরু হয়ে যায়। বহু পুরনো মেলা হওয়ায় আশেপাশের গ্রামের মানুষরা এই দিনটিকে উপেক্ষা করে থাকে। প্রঙ্গত ; বুধবার সেই মেলারি উদ্বোধন হলো। এই মেলা চলবে দল পূর্ণিমার এগের দিন পর্যন্ত।
৭৯ তম শিবরাত্রি মেলার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। সাথে ছিলেন কংগ্রেসের নব নির্বাচিত কাউন্সিলর জাকির হোসেন,তৃণমূলের কাউন্সিলর,তৃণমূলের কাউন্সিলর ঊষা রজক।
নব নির্বাচিত কাউন্সিলর একই ওয়ার্ডের জাকির হোসেন,ইন্দ্রানী মিশ্র,ঊষা রজক,নিয়ামতপুর চেম্বার অফ কমার্স এর সচিব গুরুবিন্দার সিং প্রাক্তন কাউন্সিলর মীর হাসিম। কুলটি ব্লকের সভাপতি বিমান আচার্য্য,রাজেশ সাউ,কাঞ্চন রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।
এদিন বিধান উপাধ্যায় বলেন,মেলা কমিটিকে অভিনন্দন জানাচ্ছি। এত সুন্দর মেলার আয়োজন করে আসছে তিনি বলেন এই শিবরাত্রি মেলায় সবাই এসে এই মেলার আনন্দ উপভোগ করছে। এখানে এসে আনন্দ পেয়েছি। সব দিকে মাইক লাইট ও নাগরদোলা লেগেছে। এখানে মানুষরা এসে খুব আনন্দ পাবে বলে জানান তিনি।