সংবাদাতা,পূর্ব বর্ধমান:- এক তরুণীর মৃত্যুর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করলো বর্ধমান থানার পুলিশ।বুধবার সন্ধ্যায় বর্ধমান পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাবুরবাগ মসজিদ সংলগ্ন নতুনপল্লী এলাকায় বাড়ি থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম তুহিনা খাতুন(১৮)। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
মৃতের পরিবারের দাবি, তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক। তারা ২৭ নম্বর ওয়ার্ডের জয়হিন্দ বাহিনীর সভাপতি মুক্তার মিঞার অনুগামী। ২৭ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল কাউন্সিলর বসির আহমেদের বিপক্ষ গোষ্ঠী করেন তারা। অভিযোগ সেই কারণে, বুধবার জয়ের পর বসির আহমেদ তুহিনার বাড়িতে গিয়ে হুমকি দেয়। তার জেরেই আত্মহত্যা করেছেন তুহিনা বলে অভিযোগ।যদিও অভিযোগ অস্বীকার করেন বসির আহমেদ।
এই বিষয়ে ডিএসপি হেড কোয়ার্টার অতনু ঘোষাল বলেন,ঘটনায় বেশ কয়েকজনের নামে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়।তার মধ্যে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হবে। মৃতার ময়নাতদন্ত হবে। পুলিশ তদন্ত শুরু করেছে।