সংবাদাতা,পূর্ববর্ধমান:- বর্ধমানে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার। বর্ধমান পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাবুরবাগ মসজিদ সংলগ্ন নতুনপল্লী এলাকায় বুধবার বিকালে বাড়ি থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম তুহিনা খাতুন(১৮)। তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
বৃহস্পতিবার তুহিনার মৃতদেহের ময়নাতদন্তের পর বাড়িতে নিয়ে গেলে এলাকায় ফের উত্তেজনা ছড়ায়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। নবনির্বাচিত ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসির আহমেদের নির্বাচনী কার্যালয়ের সামনে মৃতদেহ রেখে এলাকার বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখায়। তাদের দাবী কাউন্সিলর বসির আহমেদকে দল থেকে বহিষ্কার করতে হবে।ঘন্টা দু'য়েক বিক্ষোভের জেরে বাবুরবাগের রাস্তায় যানজট তৈরি হয়।
মৃতার বাবা ধনাই সেখের দাবি, তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক। তারা ২৭ নম্বর ওয়ার্ডের জয়হিন্দ বাহিনীর সভাপতি মুক্তার মিঞার অনুগামী। ২৭ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল কাউন্সিলর বসির আহমেদের বিপক্ষ গোষ্ঠী করেন তারা। সেই কারণে, বুধবার জয়ের পর বসির আহমেদ তুহিনার বাড়িতে গিয়ে হুমকি দেয়। তার জেরেই আত্মহত্যা করেছেন তুহিনা বলে অভিযোগ করেন।যদিও অভিযোগ অস্বীকার করেন বসির আহমেদ।