সংবাদাতা,পূর্ববর্ধমান:- বর্ধমান পৌরসভার ভোট গণনা করা হবে ইউআইটি কলেজে।সকাল থেকেই গণনার প্রস্তুতি চলছে জোরকদমে।পুলিশ মোতায়েন করা হয়েছে কলেজে বাইরে ও ভিতরে।পাশাপাশি জেলার মেমারি ও গুসকরা পৌরসভার গণনা কেন্দ্রগুলিতেও প্রস্তুতি সাড়া।
বর্ধমান পৌরসভার গণনার স্ট্রং রুম খোলা হয় কড়া নিরাপত্তার মধ্যে। আটটা থেকে গণণার কাজ শুরু হয়। রাজনৈতিক দলগুলির কাউন্টিং এজেন্টরা এসে পৌছেছেন। কড়া নিরাপত্তায় মোড়া রয়েছে গণনাকেন্দ্র।বর্ধমান পৌরসভার ভোট গণনা করা হবে ইউআইটি কলেজে।পুলিশ মোতায়েন করা হয়েছে কলেজে বাইরে ও ভিতরে।পাশাপাশি জেলার মেমারি ও গুসকরা পৌরসভার গণনা কেন্দ্রগুলিতেও প্রস্তুতি সারা।