তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড়ে মহা ধুমধামে অনুষ্ঠিত হলো শিব পার্বতীর বিয়ে। প্রতি বছরের মত এ বছরও ব্যান্ড পার্টি বাজিয়ে পানাগড়ের বিশ্ব কর্মা মন্দিরের সামনে থেকে বের হয় বিয়ের শোভাযাত্রা।শোভাযাত্রায় শতাধিক শিব ভক্তরা যোগ দেন।শিবের মাথায় টোপর পরিয়ে রীতিমতো বর বেশে শোভাযাত্রা বের করা হয়। ৩কিলোমিটার রাস্তার মাঝ পথে বিয়ের বরযাত্রী তে অংশ নেওয়া বরযাত্রীদের রাম সীতা মন্দিরে বিশ্রামের ব্যবস্থাও করা হয়।
বিশ্রামের পর ফের শোভাযাত্রা বের হয় পানাগড়ের দার্জিলিং মোড়ের উদ্যেশ্যে।পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন উরিয়া বাবার শিব মন্দির প্রাঙ্গনে বর বেশে শিব কে বরণ করে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। রীতিমত শাস্ত্র মতে এদিন পুরোহিত বিয়ে দেন শিব পার্বতীর। এদিন বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া সকল ভক্তের জন্য নরনারায়ণ সেবার আয়োজন করা হয় পুজো কমিটির পক্ষ থেকে।