তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ট্রেলারের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ এর ঘটনায় মৃত ১, গুরুতর আহত ১। মৃত ও আহত দুজনেই দুই গাড়ির চালক । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পানাগড় গ্ৰাম মোড় এলাকায়। ২ নম্বর জাতীয় সড়কে পানাগড় বাইপাসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ । জানা গেছে , কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার পথে একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে কলকাতা গামী রাস্তায় চলে আসে। দুর্গাপুর থেকে কোলকাতা গামী একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ।
দুর্ঘটনার জেরে কলকাতাগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পরে। গুরুতর আহত অবস্থায় লরি ও ট্রেলারের চালককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে ট্রেলারের চালককে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের চিকিৎসকরা।গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন লরির চালক। গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
.webp)