তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ট্রেলারের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ এর ঘটনায় মৃত ১, গুরুতর আহত ১। মৃত ও আহত দুজনেই দুই গাড়ির চালক । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পানাগড় গ্ৰাম মোড় এলাকায়। ২ নম্বর জাতীয় সড়কে পানাগড় বাইপাসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ । জানা গেছে , কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার পথে একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে কলকাতা গামী রাস্তায় চলে আসে। দুর্গাপুর থেকে কোলকাতা গামী একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ।
দুর্ঘটনার জেরে কলকাতাগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পরে। গুরুতর আহত অবস্থায় লরি ও ট্রেলারের চালককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে ট্রেলারের চালককে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের চিকিৎসকরা।গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন লরির চালক। গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।